গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৩–১ ব্যবধানে হেরে আসে ভারত। তখনকার এক ঘটনায় এবার চাকরি হারালেন ভারতের কোচিং স্টাফের দুই সদস্য। ড্রেসিংরুমের ঘটনা গণমাধ্যমে ফাঁস করায় সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলিপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে ছাঁটাই করা হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। প্রতিবেদন থেকে জানা যায় ওই সফরে ব্যর্থতার কারণ দেখিয়ে এই কোচিং স্টাফদের চাকরিচ্যুত করা হয়েছে। তবে বিসিসিআইয়ের কয়েকজন মনে করেন আসল কারণ এটি নয়।