আগামী ২৪ জুলাই থেকে ২৯ জুলাই হংকং এ অনুষ্ঠিতব্য ১০ম এশিয়া প্যাসিফিক চুকবল চ্যাম্পিয়ানশীপে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় চুকবল দলের প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে গতকাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সভাপতি এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সহ সভাপতি এইচ এম সোহেল, যুগ্ম সম্পাদক কল্লোল দাশ, নির্বাহী সদস্য ফরিদ আহমেদ, মনসুর উদ্দিন জাসদ, হায়দার আলী, দলীয় কর্মকর্তা সরওয়ার আলম চৌধুরী মনি, রায়হান উদ্দিন রুবেল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মোঃ সালাউদ্দিন, আবু জাহেদ এবং খেলোয়াড়বৃন্দ।