বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে ‘চা দিবসের প্রতিশ্রুতি, চা শিল্পের অগ্রগতি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উদযাপন এবং জাতীয় চা পুরস্কার প্রদান করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে জাতীয় চা দিবস উদযাপন এবং জাতীয় চা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। এছাড়া টি ট্রেডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান, বাংলাদেশ টি এসোসিয়েশনের সভাপতি কামরান টি রহমান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল এবং জাতীয় চা পুরস্কার বিজয়ী নারী চা শ্রমিক জেসমিন আক্তার বক্তব্য রাখেন। এরপর চা শিল্প সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার প্রদান করা হয়। বাণিজ্য উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেন। এছাড়াও চা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড এবং দেশের শীর্ষস্থানীয় চা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে চা প্রদর্শনী ও টি টেস্টিং সেশন আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।