অত্যন্ত বাজে ভাবে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর শুরু করার পর ধীরে ধীরে ছন্দ ফিরে পেতে শুরু করেছে চট্টগ্রাম বিভাগীয় দল। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচটি ড্র করে চট্টগ্রাম। আর পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে। নিজেদের মাঠ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল চার দিনের ম্যাচের তৃতীয় দিনে রাজশাহীয় বিভাগকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগকে জয়ের জন্য মাত্র ৮১ রানের লক্ষ্য দিতে পেরেছিল রাজশাহী বিভাগ। আর সে লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে টপকে যায় চট্টগ্রাম। ফলে ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই জয় তুলে নেয় চট্টগ্রাম। যদিও পেসার আহমেদ শরীফের দুর্দান্ত বোলিং এর ফলে আগের দিনই জয়ের সুবাশ পাচ্ছিল স্বাগতিক চট্টগ্রাম। আর গতকাল প্রথম সেশনেই সে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় চট্টগ্রাম।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২০২ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল রাজশাহী বিভাগ। আর তখন মাত্র ৬১ রানে এগিয়েছিল রাজশাহী। ম্যাচের তৃতীয় দিন শুরু করে রাজশাহীর দুই অপরাজিত ব্যাটার শাকির হোসাইন এবং আলি ওয়ালিদ। দিনের তৃতীয় ওভারের শেষ বলে এবং নিজের দ্বিতীয় ওভারে শাকের হোসেনকে ফেরান নাঈম হাসান। আগের দিনের ৪২ রানের সাথে আর ৫ রান যোগ করতে পেরেছেন শাকের গতকাল। নাঈমের বলে বোল্ড হয়ে ফিরেন আগের দিন লম্বা সময় একপ্রান্ত আগলে রাখা শাকের। তার ৭৮ বলের ইনিংসটিতে ৪টি চার এবং একটি ছক্কার মার ছিল। এরপর আলি ওয়ালিদ এবং মোহর শেখ ২২ বল স্থায়ী ছিল। রাজশাহীর শেষ উইকেটটাও তুলে নেন নাঈম। এবার তিনি ফেরান আলী ওয়ালিদকে। সাদিকুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ৬৫ বলে ১৬ রান করা আলি ওয়ালিদ। আর তাতে ২২০ রানে অল আউট হয় রাজশাহী বিভাগ। চট্টগ্রাম বিভাগের পক্ষে আগের দিন ৫ উইকেট নেওয়া আহমেদ শরীফ গতকাল আর কোন উইকেট নিতে পারেননি। ফলে তার বোলিং ফিগারটা দাড়ায় ৫৫ রানে ৫ উইকেট। এছাড়া নাঈম হাসান নিয়েছেন ৪৯ রানে ৩ উইকেট। ২ টি উইকেট নিয়েছেন ইফরান হোসেন।
রাজশাহী বিভাগ তাদের দ্বিতীয় ইনিংসে ২২০ রানে অল আউট হয়ে যাওয়ায় চট্টগ্রাম বিভাগের সামনে লক্ষ্য দাড়ায় মাত্র ৮১ রান। কোন উইকেট না হারিয়ে এই লক্ষ্য টপকে যেতে পারলে একটি বোনাস পয়েন্ট পেতো চট্টগ্রাম। কিন্তু পারভেজ হোসেন ইমনের উইকেটটি হারিয়ে ফেলায় সে বোনাস পয়েন্টটি পেলনা চট্টগ্রাম। সাদিকুর রহমান এবং পারভেজ হোসেন ইমন ইনিংস শুরু করেন চট্টগ্রামের। ৭.৪ ওভারে ৪৬ রানে গিয়ে বিচ্ছিন্ন হন দুজন।
২০ বলে ১৬ রান করে সানজামুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন ইমন। এরপর সাজ্জাদুল হক রিপনকে নিয়ে আর কোন বিপদ হতে দেননি সাদিকুর রহমান। মাত্র ১৭.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় এদুজন ৯ উইকেট হাতে রেখে। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা সাদিকুর রহমান এই ইনিংসে করলেন ৪৬ বলে ৪৭ রান। যেখানে তিনি ৫টি চার এবং একটি ছক্কা মেরেছেন। ৪০ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন সাজ্জাদুল হক রিপন। ম্যাচের সেরা হয়েছেন চট্টগ্রাম বিভাগের পেস বোলার আহমেদ শরীফ। এই ইনিংসে ৫ নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ২০ রানে নিয়েছিলেন এক উইকেট।