জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব গাজীপুরের কাছে হেরে শুরু চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে হার দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম জেলা। গতকাল রাজশাহীতে অনুষ্ঠিত আঞ্চলিক পর্বে নিজেদের প্রথম খেলায় চট্টগ্রাম ২ উইকেটে পরাস্ত হয় গাজীপুর জেলার কাছে। টসে জিতে চট্টগ্রাম জেলা প্রথমে ব্যাট করে। ৪৯.৪ ওভার খেলে ২৩২ রান তুলে চট্টগ্রাম সব উইকেট হারায়। জবাবে গাজীপুর জেলা ৪৯.৩ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে নেয়। চট্টগ্রামের পক্ষে কফিল উদ্দিন ২৫,বাপ্পা ৪১,ওমর ১৮,কাজী কামরুল ১৮, আরমান হোসেন ২০ ও শোয়েব ১০ রান করেন। সর্বোচ্চ রান আসে রুবেলের ব্যাট থেকে। তিনি ৫০ রান করেন। এছাড়া তন্ময় ১৪ রান করে অপরাজিত থাকেন। গাজীপুরের পক্ষে রায়হান এবং ইসমাইল ২টি করে উইকেট নেন। মাজহারুল নেন ৩টি উইকেট। জবাবে গাজীপুরের পক্ষে ওপেনার রাফায়েল তানজিদ ৬৬ রান করেন। আল আমিন ৬৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া জাকির ৩৪,রায়হান ১৭,ইসমাইল ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। চট্টগ্রামের পক্ষে সাজিদ রিফাত ৪টি,এবি রুবেল ২টি,তন্ময় দিপু এবং আরমান ১টি করে উইকেট নেন।

এদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত খেলায় রংপুর জেলা জয়লাভ করেছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় রংপুর জেলা ৩৭ রানে টাঙ্গাইল জেলাকে পরাজিত করে। টসে জিতে টাঙ্গাইল প্রথমে ব্যাট করতে পাঠায় রংপুর জেলাকে। ৪৯.২ ওভার খেলে তারা ১৬৯ রান তুলে সবাই আউট হয়ে যায়। দলের হয়ে দুই ওপেনার মিম মোসাদ্দেক এবং সালমান খান যথাক্রমে ৪১ এবং ২২ রান করেন। এছাড়া অন্যদের মধ্যে লতিফুজ্জামান ১৩,ঐশ্বর্ষ চৌধুরী ১১,হাসানুজ্জামান ১৫ এবং অধিনায়ক রাইসুল ইসলাম ১১ রান করেন। আরাফাল ইসলাম ১৯ রান করে অপরাজিত থাকেন। টাঙ্গাইল জেলার জহিরুল ইসলাম এবং নাজমুল হোসেন যথাক্রমে ২৪ এবং ৩৩ রান দিয়ে ৩টি করে উইকেট তুলে নেন। এছাড়া ২টি উইকেট পান প্রথম চ্যাটার্জি এবং ১টি উইকেট পান ইমতিয়াজ আহমেদ।

জবাবে টাঙ্গাইল জেলা ৪০.২ ওভার খেলে ১৩২ রানে সবাই আউট হয়ে যায়। শুরুতেই উইকেট হারানো টাঙ্গাইল মিডল অর্ডারে কিছু রান পায়। এ সময় প্রথম চ্যাটার্জি ২৯,জহিরুল ইসলাম ২৬, জয়নুল আবেদিন ২০ এবং সাকিব আল সানি ১৭ করেন। এর আগে ফেরদৌস হোসেন সংগ্রহ করেন ১৩ রান। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। তা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি টাঙ্গাইলের। হার মেনে মাঠ ছাড়তে হয় তাদের। রংপুরের পক্ষে আসাদুল্লাহ হিল গালিব ৩৩ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান মো. চান এবং রাইসুল ইসলাম। ১টি করে উইকেট নেন ফিরোজ আহমেদ এবং নজরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধ‘৪১ দেশের’ ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার ভাবনা ট্রাম্প প্রশাসনের
পরবর্তী নিবন্ধআবাহনী ৮০ রানে হারালো ব্রাদার্স ইউনিয়নকে