জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

| বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

জাতীয় অধ্যাপক ও ইউএসটিসির প্রতিষ্ঠাতা উপাচার্য ডা. নুরুল ইসলামের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ইউএসটিসির ডি ব্লকের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে কবরস্থানে খতমে কোরআন আয়োজন করা হয়। এরপর জেয়ারত ও পুষপস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, উপউপাচার্য অধ্যাপক ড. নুরুল আবছার, বোর্ড অব ট্রাস্টির সদস্য অধ্যাপক ডা. শফিউল হাসান, রেজিস্ট্রার দীলিপ কুমার বড়ুয়া, ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এম এম এহতেশামুল হক, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ বদিউল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ডিন হিসেবে অধ্যাপক মাইনুল হাসান চৌধুরীর যোগদান
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা