জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। সারাদেশে প্রায় ৭০ হাজার সদস্যের এ বাহিনীকে জাতীয়করণের দাবি দীর্ঘদিনের হলেও সরকারের উচ্চ দপ্তরে তোলা হয়নি বলে দাবি করেন বিক্ষোভকারীরা। গতকাল (রোববার) সকালে ইউনিফর্ম পরিহিত কয়েকশ সাধারণ আনসার সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে অংশ নেয়া আনসার সদস্য তৌহিদুল ইসলাম বলেন, আমরা প্রশিক্ষিত। সরকারিবেসরকারি স্থাপনা, দপ্তর সশস্ত্র পাহারা দিয়ে আসছি। অথচ তিন বছর পর পর আমরা বেকার হয়ে যাই। কয়েক মাস বেকার থাকার পর আবার অগ্রাধিকারভিত্তিতে কাজে নেওয়া হয়। অথচ আমাদের চেয়ে কম কাজ করে ব্যাটালিয়ন আনসাররা। এখন থানায় পুলিশ নেই। আমরা নির্দেশনা মেনে থানা পাহারা দিচ্ছি। সড়কে ট্রাফিকের কাজ করছি। তবুও আমরাই নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছি।

আনসার বাহিনীর মহাপরিচালক বরাবরে পত্র দেয়ার কথা উল্লেখ করে তারা বলেন, সারাদেশে ৭০ হাজার অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের একটাই দাবি জাতীয়করণের আওতায় আনা হোক। ৩ বছর পর পর ৬ থেকে ৯ মাসের বিনা বেতনে যে রেস্ট প্রথা নামক যন্ত্রণা চালু রয়েছে আমরা তার অবসান চাই। বাংলাদেশের অন্য কোন বাহিনীর মধ্যে এই রেস্ট প্রথা চালু নেই বলে উল্লেখ করে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৪৮ সালে আনসার বাহিনী প্রতিষ্ঠার পর থেকে আমরা ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস কিংবা দেশের যেকোনো দুর্যোগ এবং বর্তমান ক্রান্তিকালীনও সরকারি যেকোনো নির্দেশ পালন করে আসছি। তারা চরমভাবে অবহেলিত এবং মানবেতর জীবনযাপন করে বলে উল্লেখ করে এই দুর্দশার অবসান কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল হাসপাতালের হিসাবরক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত