জাতিসংঘে পিবিসির প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সর্বসম্মতিক্রমে জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে গত মঙ্গলবার পিবিসির চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ফাতিমা হলেন পিবিসির প্রথম নারী সভাপতি। খবর বাংলানিউজের।
পিবিসি একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যাতে সংঘাতের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) থেকে নির্বাচিত ৩১ জন সদস্যের সমন্বয়ে ২০০৫ সালে পিবিসি প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ ব্যবস্থায় শীর্ষ আর্থিক অবদানকারী এবং শীর্ষ শান্তরক্ষী প্রেরণকারী দেশগুলিও কমিশনের সদস্য।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় কবরস্থান সংস্কার ও মসজিদের উন্নয়নে ব্যারিস্টার নওফেলের অনুদান
পরবর্তী নিবন্ধবন্দরে দুর্ঘটনায় পরিবহন বিভাগের কর্মকর্তার মৃত্যু