জাতির সন্ধিক্ষণে ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে

আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামায়াতের সম্মেলনে শাহজাহান চৌধুরী

| রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের মানুষ আজ দিশেহারা। তাদেরকে সঠিক দিকনির্দেশনা প্রদান করা আলেম সমাজের দায়িত্ব। তাই জাতির এই সন্ধিক্ষণে সকল ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামায়াত চট্টগ্রামের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। সলিমা সিরাজ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ মোহছেন আল হোসাইনীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, দারুল উলুম আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস আহমদুর রহমান নদভী, কাট্টলী জাকেরুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু হানিফ মোহাম্মদ নোমান, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, সলিমা সিরাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাছান, মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, ওয়াজেদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাফেজ আবু জাফর মুহাম্মদ ছালেহ প্রমুখ।

সম্মেলন শেষে আন্দরকিল্লা জামে মসজিদের খতিব আওলাদে রসুল মাওলানা আনোয়ার তাহের আল মাদানীকে প্রধান উপদেষ্টা করে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত চট্টগ্রামের ২২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ড. আল্লামা সাইয়েদ আবু নোমানকে সভাপতি করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না
পরবর্তী নিবন্ধবন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান