মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর, ভাসানী অনুসারী পরিষদের প্রয়াত প্রধান উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ স্মরণে এক আলোচনা সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে কুমিল্লার চিওড়া কাজী বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাসানী পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। পরিষদের নেতা অধ্যক্ষ মুছা সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন পরিষদ নেতা কাশেম শরীফ, অধ্যাপক মাহমুদ নূর, চৌধুরী মো. হাশেম, জামাল উদ্দিন, সেলিম নুর, মহিউদ্দিন বকুল, মোক্তার আহম্মদ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, কাজী জাফর আহমদ ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। দেশের ক্রান্তিকালে কাজী জাফর আহমদের মতো নেতার বেশি প্রয়োজন। তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে রাজনীতিকে কলুষমুক্ত করতে হবে। এসময় মরহুমের কবর জেয়ারত করা হয়।এরপর দেশ ও জাতির কল্যাণ এবং কাজী জাফর আহমদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিঞ্জপ্তি












