ফটিকছড়ি কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং সম্মোহনী ব্যক্তিত্ব জাতিকে একসূত্রে গেথেঁছিল। যার ফলে আমরা পেয়েছি স্বাধীন–সার্বভৌম বাংলাদেশ। বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই নয়, তিনি ছিলেন বিশ্বের সকল নিপীড়িত– শোষিত–বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক। তিনি আরো বলেন, মানুষের ভাগ্যোন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের সভাপতি চেয়ারম্যান কাজী মো. দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাগির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আফতাব উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, হোসাইন মো. আবু তৈয়ব। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। বক্তব্য রাখেন মনজুর মোর্শেদ ফিরোজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।