জাজাই-শাহজাদ ঝড়ে টানা দ্বিতীয় জয় বাংলা টাইগার্সের

ক্রীড়া প্রতিবেদক, আবুধাবি থেকে | বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

আবুধাবি টিটেন লিগে টানা দুই ম্যাচে হারের পর টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স। তৃতীয় ম্যাচে এসে দিল্লি বুলসকে হারিয়ে নিজেদেও স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছিল বাংলা টাইগার্স। আর গতকাল নিজেদের চতুর্থ ম্যাচে বাংলা টাইগার্সের আসল রুপটা দেখল নর্দান ওয়ারিয়র্স। রশিদ খান এবং ইফতেখার আহমেদের বোলিং এর পর দুই আফগান শাহজাদ এবং হজরতুল্লাহ জাজাই এর ব্যাটিং তান্ডবে ১০ উইকেটে নর্দান ওয়ারিয়র্সকে উড়িয়ে দিয়েছে রশিদসাকিবের দল। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলা টাইগার্স। প্রথমে বল করে প্রতিপক্ষকে নাগালের মদ্যে রেখে দিয়েছিল রশিদইফতেখাররা। এরপর ব্যাট হাতে বাকি কাজটা করেছেন শাহজাদ এবং জাজাই। দুর্দান্ত ব্যাটিং এর অনুপম প্রদর্শনী করল এই দুই আফগান ব্যাটার। দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি তুলে নেন শাহজাদ। এই দুই আফগান ছাড়াও আরেক আফগান রশিদ খান টাইগার্সদের এই জয়ে দারুণ ভুমিকা রেখেছেন। বলা যায় আফগান শোতে আরো একটি দুর্দান্ত জয় পেল বাংলা টাইগার্স। শাহজাদের পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন হজরতুল্লাহ জাজাইও। ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটের জয় নিশ্চিত করে বাংলা টাইগার্স। শাহজাদ অপরাজিত থাকেন ২৫ বলে ৫৪ রান করে। মেরেছেন ৮টি চার এবং ২টি ছক্কা। অফর অপরাজিত ব্যাটার হজরতুল্লাহ জাজাই করেন ২৩ বলে ৫৩ রান। মেরেছেন ৩টি চার এবং ৫টি ছক্কা। এই ম্যাচেও ব্যাট করার সুযোগ পাননি সাকিব। তবে বল হাতে এক ওভারে দিয়েছেন ৯ রান।

টসে হেরে ব্যাট করতে নামা নর্দান ওয়ারিয়র্স শরিটিা ভাল করেনি। ২৩ রানের মাধায় ফিরেন ব্রেন্ডন কিং। ১২ রান করা কিংকে ফেরান রশিদ খান। দ্বিতীয় উইকেটে ৩৫ রান যোগ করেছিলেন মনরো এবং জনসন চার্লস। এজুটিও ভাঙ্গেন রশিদ খান ১৮ রান করা চার্লসকে ফিরিয়ে। তবে এরপর একাই লড়াই করেন মনরো। পরের ব্যাটাররা তাকে তেমন সহায়তা করতে পারেনি। মনরোকে আউট করতে পারেনি বাংলা টাইগার্সের বোলাররা। যদিও ইফতেখার আহমেদের জোড়া শিকার হয়ে ফিরেন রাদারফোর্ড এবং বাংলাদেশী ব্যাটার জিয়াউর রহমান। শেষ পর্যন্ত ১০৭ রানে থামে নর্দান ওয়ারিয়র্স। কলিন মনরো অপরাজিত থাকে ২৮ বলে ৫৯ রান করে। ৪টি করে চার এবং ছক্কা মারেন মনরো। বাংলা টাইগার্সের পক্ষে ২টি করে উইকেট নেন রশিদ খান এবং ইফতেখার আহমেদ।

১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলা টাইগার্সের দুই ওপেনার দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ এবং হজরতুল্লা জাজাই শুরুটা সাবধানে করলেও সময় গড়ানোর সাথে সাথে ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন। শুরুতে শাহজাদ ছিলেণ মারমুখি। এরপর জাজাই কচুকাটা করেন প্রতিপক্ষ বোলারদের। অংকুর সঙ্গনের করা ষষ্ট ওভার থেকে ৩০ রান তুলে নেন জাজাই। যেখানে তিনি পাঁচটি ছক্কা মারেন।

এরপর ম্যাচ জিতে নিতে বেশী সময় নেননি এই দুই আফগান। ৭.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ম্যাচ শেষ করে আসেন জাজাই এবং শাহজাদ। আজ নিজেদের পঞ্চম ম্যাচে বাংলা টাইগার্স মুখোমুখি হবে আজমান বোল্টসের সাথে।

পূর্ববর্তী নিবন্ধএবারের আইপিএলে কেন উপেক্ষিত সাকিব-মোস্তাফিজরা
পরবর্তী নিবন্ধটিসিজেএ ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পুরস্কার বিতরণ