জাকেরের সেঞ্চুরিতে আবাহনীর জয়

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

জাকের আলির দারুন এক সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে মাত্র ১ রানে হারিয়েছে আবাহনী। গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে জাকের আলির ক্যারিয়ার সেরা ইনিংসে ও আফিফ হোসেনের ঝড়ো ফিফটিতে ৭ উইকেটে ৩১১ রানের বড় সংগ্রহ করে আবাহনী জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স শেষ বলে থামে ৩১০ রানে। কিপার-ব্যাটসম্যান জাকের তিনে নেমে ১০৩ বলে ১৩ চার ও দুই ছক্কায় খেলেন ১০৯ রানের চমৎকার ইনিংস। এছাড়া মুনিম ২৭, নাঈম শেখ ৩৫, বিহারি ২৮, আফিফ ৫০, মোসাদ্দেক ২৬, সাইফ উদ্দিন করেন ১৮ রান। গাজি গ্রুপের পক্ষে আল আমিন ৩টি, অনিক ২টি এবং গুরিন্দার নেন ২টি উইকেট। জবাবে ব্যাট করতে নামা গাজি গ্রুপ ক্রিকেটার্সকে মারুফের ৮২, আল আমিন ৯২ রান সত্বেও এক রানে হারতে হয়। এছাড়া মাহমুদুল ২১, ফরহাদ ২৭, আকবর ৩৯, জুবারুল ১৫, মেহেরব ১১, হাবিব করেন ১৪ রান। আবাহনী সাইফ উদ্দিন নেন ৩ উইকেট। ২টি উইকেট নেন তানভীর।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সন্দ্বীপ উপজেলা এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীনের জয়লাভ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.৯১ কোটি টাকা