জাকেরকে অধিনায়ক করে দল ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান সিরিজেও নেই লিটন, ফিরেছেন সৌম্য | সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

স্বপ্ন দেখিয়েও ব্যর্থতায় শেষ হলো বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ফাইনালে যাওয়ার মত সুযোগ সৃষ্টি করেও পাকিস্তানের কাছে অপ্রত্যাশিত হারে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এশিয়া কাপ থেকে বিদায় নিলেও আপাতত আরব আমিরাতেই থাকছে বাংলাদেশ দল। কারন সেখানে যে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর সে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক দলের নেতৃত্বে পরিবর্তন। অভিজ্ঞ ব্যাটার এবং নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরির কারণে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিককে। এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ দুই ম্যাচেও ছিলেননা লিটন দাশ। আর সে দুই ম্যাচেও অধিনায়কত্ব করেন জাকের আলি। দীর্ঘদিন পর টিটোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। এশিয়া কাপের সুপার ফোর পর্বের ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পর অনুশীলনে আঘাত পান লিটন। ফলে পরের দুই ম্যাচে আর খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মিস করছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজও। বিসিবি নিয়মিত অধিনায়ককে আফগান সিরিজে বিশ্রাম দিচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। সব ম্যাচই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড: জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

পূর্ববর্তী নিবন্ধকপোত খেলাঘর আয়োজিত চেস কার্নিভাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধগ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ