নগরীর ২১ নম্বর জামালখান ওয়ার্ডের সম্মেলন নিয়ে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম মহানগর নগর আওয়ামী লীগের সহ সভাপতি, কোতোয়ালী থানার সমন্বয়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল সিডিএর সম্মেলন কক্ষে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১ এপ্রিল জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আলোচনা অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুল, সহসভাপতি মুহাম্মদ সাহাবুদ্দীন, ওয়ার্ডের
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন রশ্মি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সৈয়দুল আলম, ১ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মৃদুল কুমার দাশ, সাধারণ সম্পাদক এটিএম আহসান উল্লাহ খোকন, ২ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা, সাধারণ সম্পাদক বাবুল দেব রায় প্রমুখ।
সভায় জহিরুল আলম দোভাষ বলেন, সম্মেলনে নেতৃবৃন্দদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সংগঠনের স্বার্থ পরিপন্থী এবং গঠনতন্ত্র পরিপন্থী বিরোধী কোনো কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না। একের অধিক প্রার্থী হতে পারে কিন্তু নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে সম্মেলনে দ্বিতীয় অধিবেশন সৌহার্দ্যপূর্ণভাবে
সমাপ্তি করতে পারলেই দলের জন্য ভাল দিক বয়ে আনবে। পবিত্র মাহে রমজান মাসে যেহেতু জামালখান ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেদিক বিবেচনা রেখে সম্মেলনের আয়োজন সীমাবদ্ধতার ভিতরে সম্মেলন শেষ করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।