চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম মিষ্টি কুমড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আজাদীর পক্ষ থেকে নির্বাচন ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমার ভাবনা একেবারেই পরিষ্কার, আমি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়।
আজাদী : পুনরায় নির্বাচিত হলে এলাকাবাসীর জন্য কী করবেন ?
জহুরুল আলম জসিম : আবার যদি নির্বাচিত হই, তাহলে এলাকার শিক্ষিত যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব। কিছু এলাকায় ওয়াসার পানির সংকট রয়েছে। সেসব এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা করব। এলাকার যুব সমাজকে কাজে লাগাব। তাদের জন্য খেলাধুলা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করব।
আজাদী : মাদকের বিরুদ্ধে আপনার পদক্ষেপ কী হবে?
জসিম : আমি গতবার নির্বাচিত হয়ে প্রথমেই এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ শুরু করি। তাতে সফলও হয়েছি। এবারও যদি নির্বাচিত হই তাহলে এলাকার প্রতিটি অলি-গলিতে মাদকের বিরুদ্ধে গণসচেতনতামূলক কর্মসূচি শুরু করব। তরুণ সমাজকে কাজে উদ্বুদ্ধ করব। তাহলে তারা তাদের সৃজনশীল মেধা কাজে লাগাবে এবং বিপথগামী হবে না। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।
আজাদী : আপনার এলাকায় প্রধান সমস্যা কী? নির্বাচিত হলে কীভাবে সমাধান করবেন ?
জসিম : আগে আমার এলাকায় প্রধান সমস্যা ছিল রাস্তাঘাট। সেটা সমাধান করেছি। এখন প্রধান সমস্যা ওয়াসার পানি। উঁচু এলাকার কারণে অনেক এলাকায় পানি পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমি ওয়াসার সাথে কথা বলেছি। ওয়াসা কর্তৃপক্ষ বলেছে, নতুন লাইন করে দেবে। নতুন লাইন হলে পানির সংকট নিরসন হবে।
আজাদী : নির্বাচনী পরিবেশ নিয়ে কতটুকু সন্তুষ্ট?
জসিম : এলাকার মানুষ আমার গত ৫ বছরের কর্মকাণ্ডে খুবই সন্তুষ্ট। তারা আবারও আমাকে নির্বাচিত করার জন্য মাঠে নেমেছেন। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ চান। এখনো পর্যন্ত পরিবেশ ভালো আছে। এ রকম পরিবেশ বজায় থাকুক, আমি সেটাই চাই।
আজাদী : নির্বাচিত হলে এলাকার উন্নয়নে প্রথম পদক্ষেপ কী হবে ?
জসিম : নির্বাচিত হলে প্রথমে সমাজকে মাদকমুক্ত করব। মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করব। এলাকার তরুণ-যুবকদের খেলাধুলার ব্যবস্থা করব। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি সেবা যেন এলাকার যুব সমাজ পায় সেই ব্যবস্থা করব।
আজাদী : জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ?
জসিম : জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সুষ্ঠু নির্বাচন হলে, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে শতভাগ জয়ী হব। কারণ আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব মনে করে এলাকাবাসী আমার বাড়ি ঘিরে রেখেছিল। আমাকে তালাবদ্ধ করে রেখেছিল। তাদের এমন ভালোবাসায় আমি মুগ্ধ।