জলের গান স্টুডিও পরিদর্শনে ম্যাক্রোঁ, বাজান একতারা

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রবিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’এর সংগীতশিল্পী, গীতিকার এবং যন্ত্রশিল্পী রাহুল আনন্দের ব্যক্তিগত স্টুডিও পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে যোগদানের পর ফ্রান্সের প্রেসিডেন্ট রাহুলের স্টুডিও পরিদর্শন করেন। সেখানে তিনি রাহুলের গাওয়া লোকগান শোনেন এবং তার কাছ থেকে বাংলাদেশের জনপ্রিয় বাদ্যযন্ত্র একতারা বাজানোর চেষ্টা করেন। খবর বাসসের।

রাহুল এবং তার চিত্রশিল্পী স্ত্রী উর্মিলা শুক্লার ধানমন্ডির ভাড়া বাড়িতে স্থাপিত স্টুডিওতে ম্যাক্রোঁ ৪০ মিনিট কাটানোর কথা ছিল। তবে, ফরাসি প্রেসিডেন্ট সেখানে দেড় ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন, গান উপভোগ করেছেন এবং জলের গান শিল্পীদের সঙ্গে আড্ডা দিয়েছেন।

তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ম্যাক্রোঁ সাথে ছিলেন। এছাড়া আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারাসহ অন্যান্য শিল্পীরাও এ সময় উপস্থিত ছিলেন।

রাহুল আনন্দ বলেন, তিনি (ম্যাক্রোঁ) আমাকে একটি কলম উপহার দিয়েছেন এবং এই কলম দিয়ে প্রকৃতি এবং জীবনের গান ও কবিতা লিখতে বলেছেন। একদিন তিনি সেই সঙ্গীত শুনবেন। রাহুল আনন্দ লালন, প্রতুল মুখার্জি, আব্বাস উদ্দিন ও আবদুল আলিমের গান পরিবেশন করেন এবং এ সময় ম্যাক্রোঁকে গভীর মনোযোগ সহকারে গান শুনতে দেখা যায়। এর পাশাপাশি সফরকালে ম্যাক্রোঁ নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সংলাপে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশি রান্নার স্বাদ নেন।

পূর্ববর্তী নিবন্ধএডিসি হারুন সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা