জলিল-জাহান ফাউন্ডেশনের বই ও সনদ বিতরণ

| সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

জলিলজাহান ফাউন্ডেশনের উদ্যোগে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মাধ্যমিক ও উচ্চস্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সহ গণ পাঠাগারগুলোতে বই উপহার কর্মসূচি সম্পন্ন হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচির সমাপনী দিনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে সম্মাননা ও হিফজুল কুরআন প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের সনদ বিতরণ করা হয়। ফাউণ্ডেশনের পরিচালক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেন জলিলজাহান ফাউণ্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের পাশাপাশি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রমিজ উদ্দিন আহমদ, ফাউণ্ডেশনের পক্ষে খুরশীদ খোকন, ফরিদুল আলম, বেলালুর রশীদ, মাও: তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পঁচিশ লাখ টাকার প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর
পরবর্তী নিবন্ধশান্তি ও মানবাধিকার রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে