জলাভূমি

আশফাকুর রহমান বিপ্লব | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ঠেকা দিয়ে টিকা যায়

ক্ষণিকের তরে

মাঠঘাট শুকিয়ে

বাতাসও মরে।

বাতাসের বাড়ি নাই

নাইরে

তারা শুধু কেঁদে মরে

বাইরে।

আহ্‌ কি বন্য

উজার অরণ্য।

এই তো, বেশ আছি

নদী আজ রাস্তায়

তাই খাবি খাচ্ছি।

নাই চোখে লজ্জা

নাই কোনো দৃষ্টি

জলাভূমি বধ করে

অতি অনাসৃষ্টি

পূর্ববর্তী নিবন্ধসরকারি হাসপাতালে চিকিৎসা সেবার উন্নয়ন চাই
পরবর্তী নিবন্ধরক্ত দিন জীবন বাঁচান