বর্ষার সময় চট্টগ্রামে বেশির ভাগ রাস্তা পানির নিচে চলে যায়। এ কারণে দুর্ঘটনা ঘটে। যে পরিমাণ পয়োনিষ্কাশন ড্রেন আছে তা অপ্রতুল। এসব ড্রেন দিয়ে অতি সহজে বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারে না। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফুটপাতে যেসব দোকান আছে, তাদের দ্বারা পলিথিনের ব্যাগ, কাগজ, ফলফলাদির পাতা, কাপড়ের টুকরা ও প্লাস্টিকের বোতলসবই ড্রেনের ভেতরে ফেলা হয়। এতে ড্রেনের ব্যাসার্ধ হ্রাস পায়, যার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়। কিছু বাড়ির মালিক রাস্তার ওপর ইট-বালু রেখে দালান নির্মাণ করেন, যে কারণে বালু ড্রেনের ভেতরে প্রবেশ করে পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হয়।
এসব কারণে চট্টগ্রামে বেশির ভাগ সময় খানিক বৃষ্টিপাতে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।এবং তলিয়ে যায় রাস্তাসহ স্থানীয় খেঁটে খাওয়া মানুষের জীবিকার দিন। এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তারেক আল মুনতাছির, শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, ওমরগণি এম.ই.এস কলেজ,চট্টগ্রাম।