জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি

বাসদের বিবৃতি

| বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ গতকাল বুধবার এক বিবৃতিতে অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বর্ষাকাল আসার আগেই চট্টগ্রামবাসী আবারো জলাবদ্ধতার দুর্ভোগে পড়লো। এটা যেন ঋতুচক্রের মতোই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তিনি বর্ষা মৌসুমের পূর্বেই অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে নগরীর সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে জরুরি ভিত্তিতে কাজের সমন্বিত উদ্যোগ গ্রহণ, নালানর্দমাখাল ও কর্ণফুলী খননপুনঃখনন করা, কর্ণফুলী নদী ও চাক্তাই খালসহ নগরীর খালনালা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৫ জুন পর্যন্ত বৃদ্ধি
পরবর্তী নিবন্ধকুমিল্লা মামার ৩৯তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ১ জুন