নগরীর জলাবদ্ধতা দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকারের শর্ট প্রজেক্ট বাস্তবায়নের সহযোগিতা করুন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের খাল, নদী, পাহাড় সবকিছুই দখল হয়ে গেছে। একদিকে লিজের নামে সরকারি খাস জমি দখল হয়েছে। অন্যদিকে খাল নালা ভরাট করে ইচ্ছেমত স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহের রাস্তা করা হয়েছে সংকুচিত। ফলে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিত্যদিনের যন্ত্রণায় পরিণত হয়েছে। ভূমি অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারীরা যোগসাজশে করে সরকারি–বেসরকারি জমি দখলে নিয়ে একশ্রেণির দখলবাজরা পুরো শহরের প্রাণ পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছে। এই অবস্থায় চট্টগ্রাম নগর দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি নগরীর জলাবদ্ধতা দূরীকরণে সকলের সহযোগিতা কামনা করেন। আর খাল বিল নদী পাহাড় এই সকল দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গত ২০ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী থানা দায়িত্বশীলদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেওয়ানবাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে বৈঠকে আরও বক্তব্য দেন, মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী, প্রফেসর সাইফুল্লাহ, হামেদ হাসান এলাহী, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, বায়েজিদ থানা আমীর মাওলানা জাকের হোসাইন, সদরঘাট থানা আমীর এম এ গফুর, আকবরশাহ থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, খুলশী থানা আমীর আলমগীর ভূঁইয়া, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, পাচঁলাইশ থানা মাহবুবুল হাসান রুমি, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।