জলদী ধর্মরত্ন বিহার সেবা কমিটির সভা

| রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভা ২নং ওয়ার্ডে জলদী ধর্মরত্ন বিহারে গত ৩০ আগস্ট বর্ষাসাটিক সংঘদান উদযাপিত হয়। সংঘদানে সভপতি ছিলেন উপসংঘরাজ শাসনশ্রী মহাস্থবির। উদ্বোধক ছিলেন সংঘরশ্মি ধর্মপাল মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন প্রফেসর ড. উপানন্দ মহাথেরো। মুখ্য আলোচক ছিলেন রতনান্দ থেরো। সংঘদান পরবর্তী বিহার মিলনায়তনে সেবা কমিটির সভা অধ্যক্ষ ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে প্রবারণা পূর্ণিমা ও কঠিনচীবর দান উপলক্ষে একটি কমিটি গ্রহণ করা হয়। সাংবাদিক সুপলাল বড়ুয়াকে সভাপতি ও শিক্ষক অর্পল বড়য়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠিত হয়। সভায় আলোচনা করেনঅরূপ কুমার বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, সুপ্রিয় বড়য়া, সনজিত বড়ুয়া, এস দুকুল বড়ুয়া, সুপলাল বড়ুয়া, অর্পণ বড়য়া, জীবক বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী ছিপাতলী দরবারে ইমাম আ’লা হযরত স্মরণসভা
পরবর্তী নিবন্ধস্বৈরাচারী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে