জলদস্যুদের কবলে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ৮:৫৫ অপরাহ্ণ

জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এম ভি আবদুল্লাহ’। ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া পণ্যবাহী এ জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানায় মঙ্গলবার (মার্চ ১২) দুপুর ১টার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটি আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহাজটি ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের ২৩ জন নাবিক নিরাপদে আছেন জানালেও তাদের সঙ্গে যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন তিনি।

‘এম ভি আবদুল্লাহ’ নামের এ জাহাজটি আগে ‘গোল্ডেন হক’ নামে পরিচিত ছিল। ২০১৬ সালে তৈরি ১৯০ মিটার লম্বা এই জাহাজটি গত বছর কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হয়। এরপর সাধারণ পণ্য পরিবহন করে আসছিল জাহাজটি।

দেশে এখন নিবন্ধিত সমুদ্রগামী জাহাজের সংখ্যা ৫২। এগুলোর মধ্যে ২৩টি কেএসআরএম গ্রুপের। এক দশকে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে জাহাজ পরিচালনা ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে এ গ্রুপটি।

এর আগে, ২০১১ সালের মার্চে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় বাংলাদেশি ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে উদ্ধার করা হয় তাদের।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে প্যানেল চেয়ারম্যানের মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা