‘জরায়ু মুখের ক্যান্সার থেকে নারীদের রক্ষায় চাই সচেতনতা’

সচেতনতা ও বিনামূল্যে টিকাদান কর্মসূচি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

প্রতি দুই মিনিটে একজন মহিলা জরায়ু মুখের ক্যান্সারে মারা যায়। জরায়ু মুখের ক্যান্সার থেকে আমাদের নারীদের রক্ষা করতে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। লায়ন্স ক্লাব অব চিটাগং, সূর্যের হাসি ক্লিনিক এবং প্যাসিফিক জিন্স লিমিটেডের যৌথ আয়োজনে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা ও বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা গভর্নর কোহিনূর কামাল এ প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর কামরুন মালেক, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার রাজিব সিনহা এবং রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার পারভীন মাহমুদ। গতকাল বৃহস্পতিবার সিইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্স লিমিটেড ফ্যাক্টরিতে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা ও বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট রেবেকা নাসরীন। প্যাসিফিক জিন্স লিমিটেডের পরিচালক মিসেস লুৎমিলা ফরিদের সার্বিক তত্ত্বাবধানে, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সেবাদান কর্মসূচি পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আইয়ুব। জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের ডা. রাওফান জাকাফ জয় ও ডা. আনিয়া সাত্তার।

বাছাইকৃত ২০ জন নারী শ্রমিককে বিনামূল্যে টিকাদানের মাধ্যমে ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর কোহিনূর কামাল। তিনি বলেন, আমরা নারীরা সাধারণত নিজেদের যত্ন নিই না। স্বামী সন্তান পিতামাতাসহ আমাদের প্রিয়জনদের যত্ন নিতে হলেও নিজেদের যত্ন নিতে হবে। সচেতন হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর কামরুন মালেক বলেন, নারী হিসেবে আমাদের এগিয়ে থাকা লাগবে। আমাদের পিতামাতা স্বামী সন্তানদের সহযোগিতা ছাড়া এই এগিয়ে চলা সম্ভব না। যত্নের ছোঁয়ায় মায়া ছড়িয়ে মানুষের মুখে হাসি ফোটানোর কাজটি লায়ন্স ক্লাব সারাবিশ্বে প্রতিটি মুহূর্তে করে যাচ্ছে।

জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সিলভাস্টার বার্নাডেট, ডা. গোপাল ভট্টাচার্য, ডা. মেসবাহউদ্দিন তুহিন, নিশাত ইমরান, আবদুর রব শাহীন, এম সোহেল খান, ভাইস প্রেসিডেন্ট ইসমাইল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি বাসুদেব সিনহা, ট্রেজারার অনুপম মজুমদার, ক্লাব ডিরেক্টর নূর আকতার জাহান, সদস্য কস্তুরি সিনহা, কিশোয়ার জাহান, তুহিন চক্রবর্তী, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সাইফ, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট নাজমুল হাসান, লিও ক্লাব সহ সভাপতি লিও মাহমুদুন নবী, সেক্রেটারি লিও ইমরুল কায়েস, ট্রেজারার লিও মেহরাজ আল মাহমুদ সাকিব ও লিও সীমান্ত বড়ুয়া, সার্ভিস চেয়ারম্যান লিও মারিয়া দিলসাদ, সার্ভিস সেক্রেটারি লিও রকিবুল মিজান তুর্কি, জয়েন্ট সিস্টার কোঅর্ডিনেটর লিও উম্মে হাবিবা, সদস্য লিও শাহরিয়ার, তারানা, সানজিদা, শিউলি, সিরাত, ফাহাদ ও মোশারফা পারভিন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ভ্রমণপিপাসু মানুষের স্রোত
পরবর্তী নিবন্ধক্যারিবিয়ানদের কাছে হেরে সেমির আশায় নৈরাশ্য বাংলাদেশের