নারীদের মধ্যে পরিলক্ষিত ক্যান্সারের মধ্যে জরায়ু মুখ ক্যান্সার দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিরোধযোগ্য এই ক্যান্সার সর্ম্পকে জনসাধারণকে সচেতন করতে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি ক্যান্সার ওয়াক : শীর্ষক এক র্যালি পালন করেছে সূর্যের হাসি নেটওয়ার্ক। দেশব্যাপী ১৩৪টি ক্লিনিকে মহিলা ও শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি ক্যান্সার সচেতনতায় কাজ করছে সূর্যের হাসি নেটওয়ার্ক। ক্লিনিকের কর্মী, স্থানীয় জনগণ এবং সরকারী কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত এ কর্মসূচি। র্যালির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে বিশেষ অতিথি ছিলেন ডা. জুয়েল মহাজন, সাংবাদিক স্বপন কুমার মল্লিক, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ডা.এএসএম জাফর, দোস্ত মোহাম্মদ, ট্রাস্টি জাহেদ আহমদ, মোহাম্মদ সোহেল রানা ও তৈমুর রেজা। বক্তব্য রাখেন দেবাশীষ কান্তি বিশ্বাস ও ডা. রোকসানা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।