জয় পরাজয় বিভাস গুহ | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ কার গলাতে জয়ের মালা কার হল পরাজয় কার কি তাতে যায় আসে যায় জীবন যে গতিময়। ছুটতে হবে নিজের মতো আসুক যত বাধা নিন্দুকেরা ছিটাক যত শরীরেতে কাদা। জয়ী হলে চিনবে সবাই হবে ইতিহাস সেটা নিয়ে মাতবে লোকে মাসের পরে মাস।