চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে গত সোমবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নইম কাদের ও মাওলানা শিব্বির আহমদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আজিজুল হক মোজাদ্দেদী, সাংবাদিক কে এম নাছির উদ্দিন, প্রভাষক মাওলানা ইকবাল হোসেন, মাস্টার এ কে এম রিদুয়ানুল ইসলাম, মাস্টার গিয়াস উদ্দিন বাবুল, সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী, মুহাম্মদ ওমর ফারুক ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাতারবাড়ী মজিদিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।