জমির টপ সয়েল কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ড

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ৮:০৪ অপরাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (৬ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জমির টপ সয়েল কাটার দায়ে মেসার্স গাউছিয়া অটো ব্রিক নামে এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্লাহ জানান, উক্ত এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার সংবাদ অবহিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফসলি জমির টপ সয়েল কাটার বিষয় অবহিত হয়ে স্থানীয় মেসার্স গাউছিয়া অটো ব্রিককে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
তিনি জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধবাসায় ডেকে গৃহকর্মীকে ধর্ষণ, চকবাজারে যুবক গ্রেফতার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে চোরাই অটোরিকশা সহ আটক ১