খতিবে বাঙাল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী (রহ.) খেতাবতকালে শুরু হওয়া পবিত্র কেয়ামুল লাইল নামাজ আগামী ২০ রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন রাত ১২.৩০ টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য মুসুল্লীদের অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।