জমিদারপাড়া বসুন্ধরা সমাজকল্যাণ যুব সংগঠনের যুগপূতি উৎসব

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি জমিদারপাড়া বসুন্ধরা সমাজকল্যান যুব সংগঠনের যুগপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত ৯ জানুয়ারি সংগঠনের সভাপতি মুহাম্মদ তারেক উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মন্ডলীর সদস্য মুহাম্মদ আবু তাহের চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন ডা.মুহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম আরমান, শাহরিয়াদ ছিদ্দিকী, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ মুক্তার হোসেন, নোমান বিন খুরশিদ। বক্তব্য রাখেন মুহাম্মদ জমিরুল হাসান, মুহাম্মদ সুমন, মুহাম্মদ আরফানুল আবছার, মুহাম্মদ জাহাঙ্গীর, তৌফিক উল্লাহ চৌধুরী, মুহাম্মদ সাইফুল, হাফেজ আবদুর মজিদ, মুহাম্মদ আবদুর শুক্কুর, মুহাম্মদ টিপু, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ নিজাম, মুহাম্মদ ইমতিয়াজ রকি প্রমুখ। বক্তারা বলেন,শুদ্ধ সাংস্কৃতিক চর্চার জাগরণ ঘটিয়ে ঘুণে ধরা সমাজ বদলে দিতে হবে। বক্তারা এ লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধনোয়াপাড়ায় নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে স্থানীয়দের মানববন্ধন
পরবর্তী নিবন্ধবাঁচাও ও ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থার চক্ষু শিবির