জব্বারের বলী খেলা উপলক্ষে সমন্বয় সভা

| সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:৫৩ অপরাহ্ণ

আগামী ১২ বৈশাখ ২৫ এপ্রিল ১১৫তম ঐতিহাসিক জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। বলী খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের সাথে বলী খেলা আয়োজক কমিটির সমন্বয় সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সভায় বলী খেলার দিন লালদিঘী ময়দানে সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে বলীখেলা অনুষ্ঠান সম্পন্ন করতে এবং তিনদিনের বৈশাখী মেলা সুন্দরভাবে আয়োজন করতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বলী খেলা এবং বৈশাখী মেলা নিরাপদ করতে পুরো এলাকা শতাধিক সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা, মেলায় আগত ব্যবসায়ীদের কাছ থেকে কেউ চাঁদা চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামী ২৬ এপ্রিল দিবাগত ভোর রাত পর্যন্ত মেলা চলার সিদ্ধান্তে সবাই একমত হন। উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী, সহ সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর জামাল হোসেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন অতনু চক্রবর্তী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য এবার জব্বারের বলী খেলার স্পন্সর হয়েছে দেশের বিশিষ্ট নির্মাণ প্রতিষ্ঠান এন এইচ টি হোল্ডিং লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্ব আজ শুরু