জন্মেছি এই দেশে

মাহবুবা চৌধুরী | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

আমি গেরুয়া মাটির কাছাকাছি গিয়ে

মাটির শ্বাসের গন্ধ শুকেছি

অন্তরে লাল মশাল জ্বালিয়ে

বর্ণমালার নিশান এঁকেছি

আমি পরাধীনতার শিকল ভেঙে

ছিনিয়ে এনেছি মুক্তির গান

আমি ভক্তি ভরে ঘাসের চাতালে

রেখেছি আমার আরক্ত প্রাণ।

ফুলের ফরাসে বিছানো রয়েছে

সালাম, রফিক, বরকত নাম।

জব্বার আছে আছে শফিউর

অহিউল্লাহ শহীদের ধাম।

আমি শুনেছি সেদিন পাখির কণ্ঠে

বাংলা ভাষার গুঞ্জন ধ্বনি

বিশ্বের সব মানুষের মুখে

মাতৃভাষার হর্ষধ্বনি।

আমি গর্বিত আজ, গর্বিত এই ভেবে

জন্মেছি এই, জন্মেছি এই দেশে।

পূর্ববর্তী নিবন্ধঅপেক্ষা
পরবর্তী নিবন্ধফাগুন এলো বলে