জন্মনিবন্ধন সনদ ইস্যু আজ রাত ৯টা পর্যন্ত বন্ধ

সার্ভার মেইনটেন্যান্স

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

মেইনটেন্যান্স এর জন্য আজ সোমবার রাত ৯টা পর্যন্ত জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমের সার্ভার বন্ধ থাকবে। গতকাল ৮টা থেকে সার্ভার বন্ধ করা হয়েছে বলে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কেন্দ্রীয় সার্ভারটি বন্ধ থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ড এবং চট্টগ্রামের পৌরসভা ইউনিয়ন পরিষদ থেকে গতকাল অনলাইনে জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়নি। এতে বিপাকে পড়েন সনদ নিতে আসা লোকজন। শহীদ নামে আলকরণের এক বাসিন্দা বলেন, ছেলের জন্মনিবন্ধন সনদ নিতে এসেছিলাম। এসে দেখি সার্ভার বন্ধ, তাই সনদ দেয়নি। আগে থেকে বন্ধের বিষয়টি জানালে ভোগান্তি হতো না।