জন্মনিবন্ধনে রোহিঙ্গারা যেন অন্তর্ভুক্ত না হয় : মেয়র

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী জন্মনিবন্ধন সহকারীদের সতর্ক ও সজাগ থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজ করার আহ্বান জানিয়েছেন। দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার কারণে তারা বিভিন্ন মাধ্যমে দেশে অবৈধভাবে নাগরিকত্ব গ্রহনের অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী মানবিক কারণে তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছেন। কাজেই জন্ম ও মৃত্যু নিবন্ধনে যাতে কোনো রোহিঙ্গা অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে জন্মনিবন্ধনকারীদের বিশেষ সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে।
গতকাল বুধবার নগরীর টাইগারপাস কর্পোরেশনের অস্থায়ী ভবনে সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউন্সিলর মো. ইলিয়াছ। জন্ম মৃত্যু নিবন্ধন কেন প্রয়োজন-এর ওপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন কর্পোরেশনের জোনাল মেডিকেল অফিসার ডা. তপন চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন চসিক সচিব খালেদ মাহমুদ, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী, জন্ম-মৃত্যু নিবন্ধন সহকারী রবিউল আলম ও বিকাশ কান্তি মল্লিক। উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, ফেরদৌসি আকবর, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।
সভায় বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে জন্মনিবন্ধনে ৮ লাখ ২৯ হাজার ৯শত ৩৫জন পুরুষ, ৭ লাখ ৬৯ হাজার ৯শত ৪৭ জন মহিলা ও অন্যান্য ৩ জনসহ সর্বমোট ১৫ লাখ ৯৯ হাজার ৮শত ৫৫ জন অনলাইনে নিবন্ধিত হয়েছেন বলে জোনাল মেডিকেল অফিসার ডা. তপন তার প্রতিবেদনে উল্লেখ করেন। তার তথ্যে মৃত্যু নিবন্ধনে ২ হাজার ১শ ৩৪ জন পুরুষ, ৭শ ৯১ জন মহিলাসহ মোট ২ হাজার ৯শ ২৫ জন অনলাইনে নিবন্ধিত হয়েছেন বলে জানা যায়। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে ভোগান্তি ও ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সম্পন্ন করতে ইপিআই কর্মীদের সহযোগিতা কামনা করেন জন্মনিবন্ধনকারীরা।
তারা বলেন, নবজাতক শিশুরা ওয়ার্ডের টিকা কেন্দ্রে টিকা নিতে আসেন। সেক্ষেত্রে ইপিআই কর্মীরা শিশুর অভিভাবকদের জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন তা সম্পন্ন করতে উদ্বুদ্ধ করতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি ও পোর্টসমাউথ ভার্সিটির মধ্যে প্রাক-সমঝোতা আলোচনা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর বড়উঠানে হাতি আতংক