জনসংহতি সমিতির ৭ দাবি

পার্বত্য চুক্তির বর্ষপূর্তি কাল

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

পাহাড়ের ভূমি সমস্যা নিরসনে পার্বত্য চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়ন, দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করা, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কার্যকর রাখা, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে সাধারণ প্রশাসন, স্থানীয় পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও বিচার কার্যাবলী নির্বাহী আদেশের মাধ্যমে হস্তান্তরসহ ৭ দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে জনসংহতি সমিতি।
আগামীকাল ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে জেএসএস সহ-সভাপতি বিভু রঞ্জন চাকমা লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষে উক্ত চুক্তি হয়েছিল। কিন্তু দীর্ঘ সময়েও ওই চুক্তির অনেক ধারাই বাস্তবায়ন হয়নি বলে এতে অভিযোগ করা হয়। চুক্তি স্বাক্ষরকারী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার এক যুগের অধিক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও মৌলিক বিষয়গুলো আগের মতই রয়ে গেছে বলেও অভিযোগ করা হয়। এতে অবিলম্বে চুক্তি মোতাবেক স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন করে তিন পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচনের দাবি জানানো হয়। জনসংহতি সমিতির সদস্যদের পুনর্বাসন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী এবং উপজাতীয় উদ্বাস্তুদের যথাযথ পুনর্বাসনের দাবি জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, সহকারী তথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা,মহিলা সমিতির সাধারণ সম্পাদক ববিতা চাকমা,মহিলা সমিতি খাগড়াছড়ি জেলার সভানেত্রী সুম্মিতা চাকমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপণ্যবাহী ট্রাক থেকে পণ্য চুরির অভিযোগ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে দেড় হাজার লিটার চোলাই মদসহ আটক এক