জনসংযোগ সমিতি, চট্টগ্রামের প্রীতি সম্মিলন গত ১২ মার্চ ফয়’স লেকের লেক ভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানসূচির প্রথমেই ছিল মধ্যাহ্নভোজ আর পরিচিতিপর্ব। শুরুতেই মাইক্রোফোন হাতে তুলে নেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী। মুঠোফোনে প্রীতি সম্মিলনের উদ্বোধনী ভাষণ দেন সমিতির সভাপতি কবি ও নাট্যজন অভীক ওসমান। এসময় তিনি বলেন, একবিংশ শতাব্দী হলো তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তির যুগ। তথ্য ছাড়া এখন পৃথিবী অচল। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে সারা পৃথিবীতে জনসংযোগ অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে সমিতির উদ্যোগে সেমিনার আয়োজন করা হবে বলে উদ্বোধনী বক্তব্যে উল্লেখ করেন তিনি। সভাপতিত্ব করেন কবি ইউসুফ মুহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী। স্বাগত বক্তব্য দেন, বাউবির আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, চসিকিের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী, সিএসইর প্রকাশনা বিভাগের প্রধান কবি খালেদ হামিদী, চট্টগ্রাম চেম্বারের জনসংযোগ কর্মকর্তা মোকাম্মেল হক খান, ইস্টার্ন রিফাইনারির ম্যানেজার (পিআর) জান্নাতুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কেক কাটা ও পায়রা উড়িয়ে প্রীতি সম্মিলনের উদ্বোধন। বারবিকিউ সন্ধ্যায় আসর জমিয়ে তুলেন সিআইইউর জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দীন জুয়েল। চট্টগ্রাম চেম্বারের মোকাম্মেল শোনালেন দারুণ সব জোকস আর মাইজভান্ডারি গান। অনুষ্ঠানের অতিথি সাংবাদিক রাতুল কবিতা সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে প্রীতি সম্মিলন ২০২১ এর আহ্বায়ক খলিলুর রহমান আগামিতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।