জনশক্তি নিতে মালয়েশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকারে বাংলাদেশ : আসিফ নজরুল

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি জনশক্তি নেওয়ার যে পদক্ষেপ নিয়েছে তাতে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রাজায়ায় দেশটির তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকালে নিজের ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, “পরশুদিন (মঙ্গলবার) আমি এখানে এসেছিলাম। আজ এখানে দেশটির তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ং। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে। এটুকু আশ্বাস আমরা পেয়েছি।” খবর বিডিনিউজের।

২০২৪ সাল থেকে মালয়েশিয়ার জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর দেশটির সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের ৩১ মে এর মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো জনশক্তি যেতে পারেনি দেশটিতে। সেসময় ভিসা থাকলেও টিকেট সংক্রান্ত জটিলতায় বাংলাদেশ থেকে যেতে পারেননি প্রায় ১৭ হাজার কর্মী। তাদের কাজে নিতে সেই থেকে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এমন প্রেক্ষাপটে শ্রমবাজার নিয়ে আলোচনা করতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়া গেছে।

বৃহস্পতিবার তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল ও মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এছাড়া বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন। তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ দিতে অনুরোধ করার কথা ভিডিও বার্তায় তুলে ধরেন উপদেষ্টা। সবাই লোক পাঠানোর সুযোগ পায় সেজন্য এ অনুরোধ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগাজার দখল নিয়ে মুক্ত অঞ্চল গড়তে চান ট্রাম্প
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ নেতার মৃত্যু