করোনা মহামারির এই সময়ে কোন মাস্ক বেশি কার্যকর, তা নিয়ে কম গবেষণা হয়নি। এবার সেই ধারাতে যুক্ত হয়েছে সাউথ কোরিয়ার একটি মাস্ক, যার নাম ‘কোস্ক’। এটি দিয়ে শুধু নাক ঢাকা যাচ্ছে। কোরিয়ান সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
কোরিয়ান ভাষায় ‘কো’ মানে নাক। ‘কো’ আর ‘মাস্ক’ মিলে হয়েছে ‘কোস্ক’। এতে নাকের অংশটি ঢাকা থাকলেও মুখ খোলা। তবে এর ভিতরে একটি অংশ রয়েছে, যেটি ভাঁজ করে রাখা থাকে। দরকার হলে সেটি খুলে নিয়ে মুখও ঢেকে রাখা যায়। সম্প্রতি এই মাস্কটি খুব জনপ্রিয় হয়েছে সাউথ কোরিয়ায়।
এর জনপ্রিয়তার কারণ হিসেবে সবাই বলছেন, এই মাস্কটি পরে থাকা অবস্থাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করা যায়। অন্য মাস্ক পরে থাকলে খাওয়ার সময়ে সেটি খুলে রাখতে হয়। এক্ষেত্রে সেই অসুবিধা নেই।
‘কোস্ক’ নিয়ে ইতিমধ্যে নানা রকম মত প্রকাশ হচ্ছে ইন্টারনেটে। আদৌ কি এটি কোনও কাজে লাগে? নাকি পুরোটাই ব্যবসায়িক?
অনেকে বলছেন, এটিতে যেহেতু মুখ ঢেকে রাখার সুযোগ রয়েছে, তাই এটি দরকার মতো খুলে মুখও ঢেকে রাখা যায়। ফলে দুটো কাজই একসঙ্গে হয়। আর খাবার খাওয়ার সময়ে তো নাকটুকু ঢাকা থাকছেই। ফলে তাতে কিছুটা হলেও অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাচ্ছে, যা অন্য মাস্কে পাওয়া যায় না।
যদিও এর বিরুদ্ধ মতও রয়েছে। অনেকে বলছেন, পুরোটাই ব্যবসা। খাওয়ার সময়ে নাক খুলে রাখলেও বিশেষ ক্ষতি হয় না। আর এই মাস্কটি পরে অনেকেই সব সময় মুখ খুলে রাখছেন। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে যে যাই বলুক, অনলাইনে হু হু করে বিক্রি হচ্ছে কোস্ক। ইতিমধ্যেই জনপ্রিয়তা তুঙ্গে।