জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি

৩ কোটিতে ডিসি পদায়ন

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে খতিয়ে দেখতে একসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়ে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খবর বাসসের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির কার্যপরিধিতে বলা হয়, উক্ত কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছ প্রতিবেদন দাখিল করবেন।

তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন মন্ত্রণালয়ের সি আর২ শাখার সিনিয়র সহকারী সচিব কে এম ইয়াসির আরাফাত।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-কাদেরসহ ৭৩৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
পরবর্তী নিবন্ধসাজেক থেকে ফেরার পথে দুই পর্যটককে অপহরণ চেষ্টা