কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় পুুলিশের সাহসী ভূমিকায় জননিরাপত্তা নিশ্চিত হওয়ায় দেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গত বুধবার দামপাড়াস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালে কোটাবিরোধী আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ নেন মেয়র।
এসময় মেয়রের সাথে ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ। মেয়র হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. আহমেদ রাসুলের কাছে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে অবগত হন এবং পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতে সজাগ থাকতে বলেন। মেয়র বলেন,কোটা সংস্কারের আন্দোলনের আড়ালে স্বাধীনতাবিরোধীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। সাধারণ ছাত্ররা স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র টের পেয়ে আন্দোলন থেকে সরে গেলেও স্বাধীনতাবিরোধীরা আন্দোলনের আড়ালে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এসময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ বিভাগ সাহসী ভূমিকা রাখায় দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরেছে। আন্দোলনে জনগণের জান–মাল রক্ষা করতে গিয়ে অনেক পুলিশ সদস্য রক্ত ঝরিয়েছেন কিন্তু মাঠ ছাড়েননি। তিনি এজন্য পুলিশের সাহসী সদস্যদের ধন্যবাদ জানান। এসময় মেয়রের সাথে ছিলেন সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।