চিটাগাং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা

জনদুর্ভোগ সৃষ্টি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

জনদুর্ভোগ সৃষ্টি করায় চিটাগাং ক্লাব লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে বলেন, এস এস খালেদ রোডস্থ চিটাগাং ক্লাব লিমিটেড এর ব্যবহৃত ময়লাযুক্ত নোংরা পানি সর্বসাধারণের চলাচলের রাস্তায় এসে পরিবেশ দূষণ করে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
পরবর্তী নিবন্ধমুদি দোকানে বাজার করতে গিয়ে ধর্ষণের শিকার শিশু