মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো বিএনপির দাবি ছিল না। এটা ছিল আওয়ামী লীগের দাবি, এ দাবি ছিল শেখ হাসিনার। আর এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করছে। কারণ আওয়ামী লীগ এখন সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। তারা জানে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে তারা জিততে পারবে না। তাই তারা নির্বাচনী ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে। চকবাজার ওয়ার্ড কাউন্সিলরের উপ নির্বাচনে চট্টগ্রমবাসী দেখেছে ভোটের কি করুণ অবস্থা। জনগণ এখন ভোটকেন্দ্র বিমুখ হয়ে গেছে। তিনি গতকাল নগরীর বহদ্দারহাট পুলিশ বিট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে চকবাজার থানা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নির্বাচন নিয়ে নতুন কোন তালবাহানা জনগণ মানবে না। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ এখন চেষ্টা করছে, আবার ক্ষমতায় আসতে। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। থানা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসাইনের সভাপতিত্বে ও সি. যুগ্ম সম্পাদক আ.খ.ম জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মন্জুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, শাহ আলম, ডা. এস এম সারোয়ার আলম, জিয়াউদ্দীন খালেদ চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী, সালাউদ্দীন কায়সার লাভু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।