চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশের জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। পাশাপাশি আন্তর্জাতিক সমপ্রদায়ও এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসী হামলা তা প্রমাণ করে। হামলা করে, মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্দ করা যাবে না। আমরা স্পষ্ট করে বলছি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।
তিনি গতকাল শুক্রবার বিকাল ৩টায় দলীয় কার্যালয় নাছিমন ভবনে ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত আগামী রোববার চট্টগ্রাম মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে পাঁচলাইশ থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহম্মদ চৌধুরীর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইস্কান্দর মির্জা, সদস্য আর ইউ চৌধুরী শাহীন, মনজুর আলম মনজু, শুলক বহর ওয়ার্ড বিএনপির সভাপতি শামছুল আলম, পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসলাম, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. এরশাদ হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান, থানা বিএনপির যুগ্ম সম্পাদক শাহেদুজ্জামান বেলাল, এনামুল হক ইনু প্রমুখ।
এছাড়া গতকাল বিকালে নাছিমন ভবনে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে কোতোয়ালি থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং সদরঘাট থানা বিএনপির পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। কোতয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় কোতয়ালী থানা বিএনপির প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জয়নাল আবেদিন জিয়া, কামরুল ইসলাম, নুরু আক্তার, এ কে এম পেয়ার, ইউসুফ সিকদার প্রমুখ। সদরঘাট থানা বিএনপির প্রস্তুতি সভায় থানা বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী, মশিউল আলম শ্বপন, ওমর ফারুক রুবেল, কাওছার হোসেন বাবু, মোস্তাফিজুর রহমান, তসলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।