জনগণের প্রত্যাশা পূরণ হোক

মিতা দাশ | বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

আনন্দ মুখর পরিবেশে, শান্তিপূর্ণভাবে, উৎসবের আমেজে শেষ হলো দ্বাদশ নির্বাচন। ০৭০১২০২৪ তারিখ সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, বিকেল চারটায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষ হয় ভোট গ্রহণ। সকলের মনে নানা প্রশ্ন ছিলো। কেমন হবে নির্বাচন? কোনও গণ্ডগোল? কোনও মারামারি? কোনও সহিংসতা? না এসব কিছুই হলো না। সকলে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরেছে। অনেকে ভেবেছিলো ভোট দিতে যাবে না। কিন্তু সকলের মুখে মুখে শান্তিপূর্ণভোট প্রদানের কথা শুনে সবাই গেলো ভোট দিতে। নারীরা যারা ভয়ে ছিলো তারাও দল বেঁধে গেলো ভোট কেন্দ্রে। নতুন ভোটারদের উৎসাহ ছিলো বেশ দেখার মতো। অনেকে সেজেগুজে বন্ধু বান্ধব নিয়ে একসাথে আনন্দ করে এসে ভোট দিলো। লাইনে দাঁড়িয়ে সেলফিও তুললো অনেকে। তাদের প্রিয় নেতাদের নিয়ে ছিলো আলোচনা মুখর রাস্তা ঘাট।

ভোট দেয়ার পর সবার মুখে এক প্রশান্তির হাসি দেখা গেলো। মনে পড়লো সেই শ্লোগান -‘আমার ভোট আমি দেব/ যাকে খুশি তাকেই দেব’। এ যেন জনগণের এক গণতান্ত্রিক অধিকার। সকলে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিলেন। দেশ পেলো যোগ্য নেতৃত্ব। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন সত্যি করলেন আমাদের দেশদরদী, গরীব দুঃখীর জনদরদী মাতা, জনগণের বন্ধু, সমাজসেবী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরম করুণা ময়ের কাছে প্রার্থনা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। দেশের প্রতি জনগণের প্রতি উনার মতো এতটা আন্তরিক আর কাউকে দেখিনি। ভোট নিয়ে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, মহল্লায়, চায়ের দোকানে ছিলো সরগরম অবস্থা। কত কথা কত পরিকল্পনা। সব কথা শেষ হলো ভোট প্রদানের মধ্যে দিয়ে।

এখন চলছে বিজয়ের উল্লাস। এই আকাঙ্ক্ষিত নির্বাচন ছিলো জনগণেরও। সকলের প্রত্যাশা পূরণ হলো ভোটের মাধ্যমে। দেশে আসুক শান্তি, বিশ্বের কাছে আমাদের দেশ হোক উন্নত, সমৃদ্ধ। বাংলাদেশ যেন হতে পারে অন্যান্য দেশের সামনে নতুন মডেল শান্তিপূর্ণ দেশ হিসেবে। আর কোনও হানাহানি নয়, কোনও রক্তঝরা রাজপথ নয়। শান্তি বিরাজমান হোক সর্বস্তরে। সকল বিজয়ী, যোগ্য এমপিদের অভিনন্দন।

মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দেশের এত সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার জন্য। জনগণের প্রত্যাশা পূরণ হোক। বিশ্বের বুকে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুক, বাংলাদেশের সম্মান হোক আরো বৃদ্ধি। দেশ বিদেশে সুনাম ছড়িয়ে পড়ুক বাংলাদেশের, লাল সবুজের পতাকা উড়ুক নীল আকাশের বুকে আমাদের জাতির পিতার সোনার বাংলার স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধবই উৎসব
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে