জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরতে হবে

ফরহাদাবাদে তৃণমূল কর্মী সমাবেশে এম এ সালাম

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ছিল জয় বাংলার বিরুদ্ধে জিন্দাবাদের যুদ্ধ। এই যুদ্ধে জয় বাংলা জয়ী হলেও জিন্দাবাদের লোকজনের মনের দুঃখ ও ক্ষোভ এখনো ভুলতে পারেনি। তাই তারা এর প্রতিশোধ নেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করছে। তাই তারা অগ্নি সন্ত্রাসের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। দেশের সরল প্রাণ লোকজন সহজে অনেক কিছু ভুল যায়। তাই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদেরকে মানুষের কাছে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার ফরহাদাবাদ ইউনিয়নের তৃনমুল কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদালিয়া চা বাগানের সবুজ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম শওকত। সমাবেশ বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সেলিম উদ্দিন, চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, কেশব কুমার বড়ুয়া, মোহাম্মদ হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মুহুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম কোম্পানি, আকতার হোসেন খাঁন সুমন, আবুল মনসুর, মোঃ জায়নুল আবেদিন, ডাঃ মাহাবুবুল আলম, অধ্যাপক নাজমুল হুদা মনি, নাজমুল হাসান শিমুল, শওকত আকবর, কাজী নাসির উদ্দীন, মাস্টার মোহাম্মদ আলী, দিদারুল আলম মাস্টার, মোঃ আলাউদ্দিন, তৌহিদুল আলম বাবুল, শফিউল আলম, অধ্যাপক মোহাম্মদ মোঃ মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম তালুকদার, মোঃ সালাউদ্দিন, নূরুল আবসার তারেক ও মহিউদ্দীন মনি প্রমুখ। ওমর ফারুক চৌধুরী জীবন ও শফি আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ খসরু।

পূর্ববর্তী নিবন্ধযাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : কাদের
পরবর্তী নিবন্ধসমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বুদ্ধের দর্শন