জনগণের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে : মাহতাব

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের একটাই লক্ষ্য দেশের উন্নয়ন। জনগণের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ এম কফিল উদ্দিন স্মরণে এম কফিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ মুরাদ। ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ তারেক সুলতানের পরিচলনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শফর আলী, নগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
মাহতাব উদ্দিন চৌধুরী আরও বলেন, এম কফিল উদ্দিন একজন নির্লোভ রাজনৈতিক ও সমাজকর্মী ছিলেন। মুক্তিযুদ্ধের নীতি আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও গণমানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন।
সভায় বক্তব্য রাখেন যুব গণফোরাম নগর কমিটির সভাপতি আদিল আহমদ মজুমদার, মাসুদ করিম টিটু, মোহাম্মদ শফি, মোক্তার হোসেন লিটন, রাশেদ কিবরিয়া, মোহাম্মদ মুনির উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মুসা, আবুল হাসেম, টুটুল ভট্টাচার্য, মাহবুব হাসান, খায়রুল বশর বাসেক, মনির আহমদ, আবু জাফর লেদু, জাহাঙ্গীর আলম, সাইফুল আালম, কামরুল আক্তার, মোহাম্মদ আবছার, কনোজ কুমার শীল, মোহাম্মদ মহিউদ্দন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধপাঠান পাড়া সমাজের সাধারণ সভা