জনগণের আস্থা ও সহযোগিতাই আইনশৃঙ্খলা রক্ষার মূল শক্তি

পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধনীতে সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। গতকাল দুপুর সাড়ে ১২টায় পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধনের পর পুলিশ কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এলাকার জনগণ আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা পাবেন। পাথরঘাটা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা। নতুন ভবন থেকে পুলিশ সদস্যরা আরও ভালো পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন এবং নাগরিকরা সহজে সেবা পাবেন। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতাই আইনশৃঙ্খলা রক্ষার মূল শক্তি। জনগণ হবে পুলিশের শক্তি, আর পুলিশ হবে জনগণের ভরসা। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, উপপুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) মো. ফেরদৌস আলী চৌধুরী, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সিটিজেনস ফোরামের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ীতে ট্রাক চাপায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগে ৯৮ লাখ ৬৯ হাজার ৯২৬ জন শিশু পাবে টাইফয়েড টিকা