জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে। সুশৃঙ্খল কাঠামোর মধ্য দিয়ে আমরা যদি দায়িত্ব যথাযথভাবে পালন করি, তবে জনগণ আমাদের সাথেই থাকবে। তিনি গত শনিবার জামায়াতে ইসলামী চকবাজার থানার নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফয়সাল মুহাম্মদ ইউনুস। প্রধান অতিথি বলেন, জনগণ এমন নেতৃত্ব চায় যারা তাদের কথা শুনবে, তাদের পাশে দাঁড়াবে, এবং উন্নয়নের প্রকৃত স্বাদ পৌঁছে দেবে। আর সে কাজটি করতে হলে, আমাদের প্রথম করণীয় হলো জনসংযোগ জোরদার করতে হবে,পাড়া–মহল্লায়, ঘরে ঘরে আমাদের যেতে হবে। মানুষকে বোঝাতে হবে, আমরা কী করতে চাই, কী করছি, আর আগামীতে কী করব। জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে বিশ্বাস আর ভালোবাসার ভিত্তিতে। বিশেষ অতিথি বক্তব্যে ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, আমরা যদি জনতার প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারি, বিজয় আমাদের সুনিশ্চিত।
উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদুল্লাহ, তৌহিদ আজাদ, মুহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, খালেদ জামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।