জনগণকে ভোট কেন্দ্রমুখী করতে তত্ত্ববধায়ক সরকারের বিকল্প নেই

বন্দর থানা বিএনপির মতবিনিময় সভায় শামীম

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাতে জনগণের আস্থা ফিরে আসবে না। জনগণকে ভোটকেন্দ্রমুখী করতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিকল্প নেই। তিনি রোববার বিকালে নগরীর বাকের আলী ফকিরের টেক নূর মহল কনভেনশন সেন্টারে বন্দর থানা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জনগণের ভালবাসা নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী দল। বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহিদুল হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম.এ আজিজ, যুগ্ম আহবায়ক এস.এম সাইফুল ইসলাম, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য এড. মফিজুল হক ভুইয়া, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা শামছুল আলম, শেখ নুরুল্লাহ বাহার, আলহাজ্ব কামাল উদ্দিন, প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাবের ফ্যান মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
পরবর্তী নিবন্ধসাহিত্যবিশারদ বাংলা সাহিত্যের আলোকবর্তিকা